শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ করোনা আক্রান্ত হয়ে নওগাঁয় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ১০৭ জনে দাঁড়ালো।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন (আরটিপিসিআর) থেকে ২৪৩ নমুনার বিপরীতে ৮০ জন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২২৩ নমুনার বিপরীতে ৩০ জনের এবং জিন এক্সপার্ট পরীক্ষায় ১৪ নমুনার বিপরীতে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮০ জন সুস্থ হয়েয়েন। এনিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন চার হাজার ৩৬১ জন।