শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর মান্দা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ইবনে সিনা ঔষুধ কোম্পানির এরিয়া ম্যানেজার মোঃ আবদুল্লাহ আল জুরাইন (৪০) নামে একজন ব্যাক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে মান্দা -নিয়ামতপুর সড়কের মান্দা উপজেলার কয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত জুরনাইন নওগাঁর নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গ্রামের ডাঃ জামিল উদ্দিনের ছেলে। তিনি দি ইবনে সিনা ফার্মসিউটিক্যালস লিঃ এর একজন এরিয়া ম্যানেজার হিসেবে নওগাঁয় কর্মরত ছিলেন বলে জানাগেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন তিনি মান্দা উপজেলার গোপালপুর বাজার থেকে কাজ শেষে মোটর সাইকেলযোগে মান্দা উপজেলার সদর প্রসাদপুরে বাজারে আসার সময় উল্লেখিত স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটে (এ সময় ভটভটিসহ চালক পালিয়ে যায়) এসময় তিনি মোটর সাইকেল থেকে ছিটকে পাকা সড়কে পড়ে পরলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করেছে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ঘটনায় কেউ বাদি না হওয়ায় মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com