শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় স্কুল ছাত্রীর বাল্য বিবাহ বন্ধ, বর শ্রীঘরে..?।
নওগাঁর বদলগাছীতে ঘরে বউ রেখে স্কুল ছাত্রীকে বিয়ে করতে গিয়ে বরকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার দোনইল গ্রামে।
থানা সূত্রে জানা যায়, উপজেলার তাজপুর গ্রামের সিদ্দিক দেওয়ান এর পুত্র মিজানুর রহমান (২৬) এক বছর পূর্বে বিয়ে করেছেন। বর্তমানে মিজানুর তার এক খালার মাধ্যমে প্রভাবিত হয়ে ২য় বিয়ে করতে উন্মাদ হয়ে উঠেন। তার খালার মধ্যস্থতায় বৈকুন্ঠপুর গ্রামে ১৪ বছর বয়সী নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর সঙ্গে বিয়ে ঠিক করে।
সোমবার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়। বৈকুন্ঠপুর গ্রামে মেয়ের বাড়িতেই বিয়ে হবে। বাল্য বিয়ের খবর পেয়ে থানা পুলিশ বাধা প্রদান করে বিয়ে বন্ধ করে দেয়। কথা ছিলো এ বিয়ে বয়স না হওয়া পর্যন্ত তারা আর করবে না। কিন্তু তারা সোমবার দিবাগত রাতেই দোনইল গ্রামে বরের এক আত্মীয়ের বাড়িতে আবারও বিয়ের আয়োজন করেন।
অবশেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সঙ্গে নিয়ে রাত ২ টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বর মিজানুর রহমানকে এক বছরের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেন ও অনাদায়ে আরো ৩ মাস জেল।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে বর মিজানুর রহমানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com