ঢাকামঙ্গলবার , ২৬ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নওগাঁয় শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টাকারি যুবক গ্রেফতার

350
Tanim Tv
এপ্রিল ২৬, ২০২২ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁর মহাদেবপুরে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ‘সম্পর্কে ভাতিজি’ শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত যুবক চাচাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ শে এপ্রিল) সকাল ৭ টার দিকে কৌশলী অভিযান পরিচালনা করে ধর্ষন চেষ্টাকারি যুবক হাফিজুর (২০) কে গ্রেফতার পূর্বক বিকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন পুলিশ। গ্রেফতারকৃত শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টাকারি যুবক হাফিজুর হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের চক-দাশড়া গ্রামের
দেলোয়ার এর ছেলে।
মামলা ও স্থানিয় সুত্রে জানা গেছে, ভিকটিম ১০ বছর বয়সি শিশুটি স্থানিয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া ছাত্রী। গত ৬ এপ্রিল বৃহস্পতিবার দিনগত রাতে শিশুটিকে ঘড়ের ভেতর রেখে বাহির থেকে দরজায় ছিটকানি লাগিয়ে শিশুটির মা পার্শ্ববর্তী বাড়িতে তারাবি’র নামাজ পড়তে গেলে এসময় সুযোগ বুঝে প্রতিবেশি সম্পর্কে শিশুটির চাচা হাফিজুর (২০) দরজার ছিটকিনি খুলে ঘড়ে ঢুকে শিশুকে ভঁয়ভিতি দেখিয়ে শিশুর পড়নের কাপড় খুলে ধর্ষণ চেষ্টাকালে রাত সারে ৯টারদিকে শিশুর মা বাড়িতে এসে ঘটনাটি দেখতে পান। এসময় শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টাকারি লম্পট হাফিজুর শিশুর মাকে ধাক্কামেরে ঘড় থেকে বের হয়ে দৌড়ে পালিয়ে যায়।
এসময় শিশু তার মাকে জানান, হাফিজুর চাচা ঘরে ঢুকে আমার গায়ে হাত দেয় এবং আমাকে ভঁয় দেখিয়ে পড়নের কাপড় খুলে রেখে খারাপ কাজ করেন (শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়)।
ঘটনার ব্যাপারে মামলার বাদি ও শিশু ছাত্রীর মা প্রতিবেদককে জানান, আমি যদি ঐ সময় বাড়িতে না পৌছাতাম তাহলে আমার শিশুর সর্বনাশ করতো ঐ লম্পট হাফিজুর।
শিশু ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত আসামীকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই জিয়াউর রহমান প্রতিবেদককে জানান, মামলা দায়ের করার পরই মঙ্গলবার ২৬ শে এপ্রিল সকালে রানীপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি হাফিজুরকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com