শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় এক শিশুকে হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। অমানবিক এশিশু নির্যাতনের ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার বাগাচারা এলাকায় নির্মাণাধীন একটি এলপি গ্যাস ফিলিং স্টেশনে।
স্থানীয়রা জানান, মোবাইল ফোন চুরির সন্দেহে ১১ বছর বয়সী ঐ শিশুর হাত-পা রশি দিয়ে বেধে লোহার রড ও লাঠি দিয়ে পেটায় এলপি গ্যাস স্টেশনের নৈশ প্রহরী বকুল (৫৫)। এরপর হাত-পা বাধা অবস্থায় ঘরে আটক রাখা হয় শিশুটিকে। এক পর্যায়ে শিশুটির বাবা-মা ও এলাকাবাসী জানতে পেরে দুপুরের দিকে শিশুটিকর ঘটনাস্থল থেকে উদ্ধার করেন।
এ সময় নির্যাতনকারী নৈশ প্রহরী বকুল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এঘটনায় স্থানিয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং উত্তেজনা দেখাদিলে ঘটনার খবর পেয়ে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে উত্তেজিত লোকজনকে শান্ত করেন এবং অভিযান চালিয়ে শিশু নির্যাতনকারী বকুল কে আটক করে মহাদেবপুর থানা হেফাজতে নেয়। তবে নির্যাতনের শিকার শিশুটি সংবাদ সংগ্রহকালে পরিবারের জিম্মায় রয়েছে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণাধীন গ্যাস ফিলিং স্টেশনের সাইটের ফাঁকা জায়গায় এলাকার ছোট শিশুরা প্রায় সময় খেলাধুলা করত। আজ সকালেও সেখানে খেলতে আসে নির্যাতনের শিকার শিশুসহ আরও কয়েকজন শিশু। সেখানে ঐ শিশুকে ঘরে আটকে রাখা হয় এবং অন্য শিশুদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় এবং এক পর্যায়ে শিশুকে বেঁধে রেখে নির্যাতন করেন নৈশ প্রহরী বকুল।
স্থানীয়দের দাবি, নির্মাণাধীন স্টেশনে এলাকার ছোট ছোট শিশুরা খেলাধুলা করে। এই বিষয়টি দায়িত্বে থাকা নৈশ প্রহরী বকুল পছন্দ করতেন না। এ কারণেই এমন অমানবিক ঘটনা ঘটিয়েছেন তিনি।
নির্যাতনের শিকার শিশুর বাবা খোরশেদ আলম অভিযোগ করে সাংবাদিকদের বলেন, সকালে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে ফিলিং স্টেশন এলাকার অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে আসে। সেখানে দায়িত্বে থাকা নাইট গার্ড বকুল হঠাৎই তাকে মোবাইল চুরির অপবাদ দিয়ে ফিলিং স্টেশনের একটি টিনের ঘরে হাত-পা রশি দিয়ে বেধে লাঠি ও লোহার দিয়ে অমানুষিক ভাবে পিটিয়েছে। শুধু পিটিয়ে ক্ষান্ত হয়নি সে সকাল থেকে ১১টা পর্যন্ত ঐ ঘরে আমার শিশুকে বেঁধে রেখে নির্যাতন করেছে। মিথ্যা অভিযোগে পেটানোয় নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তিনি। এঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান শিশুর পিতা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানিয় নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া প্রতিবেদককে জানান, শিশু নির্যাতনের খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দেওয়া সহ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যাক্তিকে আটক পূর্বক মহাদেবপুর থানা হেফাজতে নেওয়া হয়েছে। আটককৃত ব্যাক্তি হলেন, নওগাঁ জেলা সদর উপজেলার শিকারপুর গ্রামের
মৃত তোফাজ্জল এর ছেলে বকুল (৫৫)। সংবাদ সংগ্রহকালে এব্যাপারে মামলার পস্তুতি চলছে বলেও জানান পুলিশ।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com