শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ

নওগাঁর বদলগাছীতে ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে (প্রাইভেট পড়ানো) শিক্ষককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির উত্তর পাকুরিয়া গ্রামে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।
পুলিশ সুত্রে জানা যায় , ধর্ষিতা ছাত্রীর বয়স ৯ বছর। ৫-৬ মাস আগে থেকে সে পাশ্ববর্তী গ্রামের আবু হাসানের নিকট আরবী শেখার জন্য প্রাইভেট পড়ে। শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে গেলে ধর্ষক আবু হাসান তাকে একা পেয়ে ধর্ষণ করেন।
এসময় আরো দুজন ছাত্র প্রাইভেট পড়তে এসে ঘটনাটি দেখতে পেলে, ঐ দুই ছাত্রকে বিস্কুট খাবারের জন্য টাকা দিয়ে ঘটনাটি যেন কাউকে না বলা হয় এজন্য চাপ দেয় প্রাইভেট শিক্ষক আবু হাসান। পরে ধর্ষিতা ছাত্রী তার বাড়িতে গিয়ে ঘটনাটি পরিবারের লোকজনকে জানালে এক পর্যায়ে গ্রামের লোকজন বিষয়টি অবগত হয়।
এরপর গ্রামবাসী আবু হাসানকে আটক করে রেখে থানা পুলিশকে খবর দিলে বদলগাছী থানার এস আই আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করে আবু হাসানকে আটক করে থানায় নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর আবু হাসানকে আটক করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।