ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় লকডাউনের না মানায় এক সপ্তাহে ১,৫৫১ টি মামলায় পৌনে ৮ লক্ষ টাকা জরিমানা

350
Tanim Tv
জুলাই ১০, ২০২১ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টার :করোনা ভাইরাসকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় নওগাঁ জেলায় ও চলছে কঠোর লকডাউন।
এই লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় গত সপ্তাহে,অর্থাৎ লকডাউনের প্রথম ৭ দিনে ১ হাজার ৫শ ৫১টি মামলায় ১ হাজার ৫ শ ৮৩ জনকে মোট ৭ লাখ ৬৬ হাজার ৩৪৫ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) পর্যন্ত এই ৭দিনে নওগাঁ জেলার ১১টি উপজেলায় ১৯১টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ হাজার ৫ শ ৮৩টি মামলায় এইসব জরিমানা আদায় করা হয়।
এবিষয়ে জেলা প্রশাসক মোঃ হারুন অর রশিদ মহোদয় জানান, সরকারি বিধি-নিষেধ অমান্য করে রাস্তাঘাটে ঘোরাফেরা, আড্ডা, স্বাস্থ্য বিধি না মানায় এসব মামলা এবং জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথম দিনে জেলায় ২৭ টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে ৮৬ হাজার ৩৩০ টাকা, দ্বিতীয় দিনে ২৯টি ভ্রাম্যমাণ আদালতে ২৭৭ জনকে ১ লাখ ৮ হাজার ৩৫৫ টাকা, তৃতীয় দিনে ২৯ টি ভ্রাম্যমাণ আদালতে ২৬৪ জনকে ১ লাখ ২৯ হাজার ৭৩০ টাকা, চতুর্থ দিনে ২৬টি ভ্রাম্যমাণ আদালতে ২২৪ জনকে ১ লাখ ৯ হাজার ২৬০টাকা, পঞ্চম দিনে ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২১৩ জনকে ১ লাখ ৪ হাজার ২০টাকা, ষষ্ঠ দিনে ২৭টি ভ্রাম্যমাণ আদালতে ২২৭ জনকে ১ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা ও ৭ম দিনে ২৬টি ভ্রাম্যমাণ আদালতে ১৭২ জনকে ১ লাখ ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মহোদয় আরো বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা ও উপজেলা পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত ও আইন-শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে নওগাঁয় ৮ম দিনের মত চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। এই লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কাজ করছে।
বৃহস্পতিবার সকালে দেখা গেছে, বন্ধ রয়েছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com