নওগাঁর পত্নীতলা উপজেলায় র্যাবের পৃথক অভিযানে ৬ জন মাদকসেবী ও ৪ জন জুয়াড়িকে আটক করেছে র্যাব। বুধবার বিকাল ২ টা ৩০ মিনিট থেকে সন্ধা সাড়ে ৬ টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস রিলিজের মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের অপারেশনাল দল কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খানের নের্তৃত্বে অভিযান পরিচালনা নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর ব্রীজের পশ্চিম পাশ হতে মাদকসেবী ছোট চাঁদপুর গ্রামের মোঃ ইয়াসিন আলীর ছেলে মোঃ শিপন মন্ডল (২৪), বড় চাঁদপুর গ্রামের সমীর কুমার দাসের ছেলে অরুপ কুমার দাস (২৫), পুইয়া গ্রামের মৃত বিমল মালির ছেলে সুকুমার মালি (২০), ইছাপুর গ্রামের মোঃ মোজাফফর রহমানের ছেলে মোঃ জাহিদ হাসান (২৫), অতুল প্রামাণিকের ছেলে শ্রী অকুল চন্দ্র প্রামানিক (৩১) ও শ্রী বিপ্লব কুমার দাসের ছেলে শ্রী সবুজ কুমার দাস (২৮), পত্নীতলার গোডাউন পাড়াস্থ আত্রাই নদীর পাশ হতে জুয়াড়ি উপজেলার দূর্গারায়াম গ্রামের আঃ বারিকের ছেলে মোঃ ইউসুফ আলী (৩০), পত্নীতলা গ্রামের মৃত আকবর আলীর ছেলে মোঃ বাবুল হোসেন (৪৫), মৃত হাসেম মাতব্বরের ছেলে মোঃ ফয়জুল হক (৩৫), মৃত আঃ সোবহানের ছেলে মহব্বত হোসেন (৩৩), কে হাতেনাতে আটক করা হয়।পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এবং প্রকাশ্য জুয়া আইন-১৮৬৭ অনুসারে পৃথক পৃথক মামলা দায়ের পূর্বক আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com