শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর ধামইরহাটে গাঁজা সেবনের সময় সাজু খন্দকার (৩১) নামে কথিত এক সাংবাদিকসহ ৬ মাসকসেবীকে আটক করেছে র্যাব। সাজু উপজেলার খেলনা ইউনিয়নের শিশু গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে। সে নিজেকে বিডি স্টার নামক অনলাইন টিভির নওগাঁ জেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দেয়।
র্যাব-৫ সিপিসি-৩ প্রেস রিলিজে জানান, কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার তৌকিরের নেতৃত্বে শনিবার দুপুর দেড়টার দিকে ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন বাজার ভাতগ্রাম বনিহারি গ্রাম নামক এলাকায় মাদক সেবনের খবর গোপন সূত্রে পেয়ে অভিযান চালায়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো শিশু গ্রামের কথিত সাংবাদিক সাজু খন্দকার (৩১), মৃত দানেশ উদ্দিনের ছেলে জালাল হোসেন (৩৮), ভাতগ্রামের আব্দুস ছামাদের ছেলে শামিম রেজা (২২), বনিহারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে হারুন অর রশিদ (৩৫), কুমরইল গ্রামের শ্রী চন্দ্র তিগ্যার ছেলে শ্রী রুপচান তিগ্যা (২৫) ও রামচন্দ্রপুর গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে ওমর ফারুক (২৬)। এব্যাপারে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের পূর্বক আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com