শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁয় ১শ’ কেজি গাঁজা উদ্ধার সহ গাঁজা কারবারি ২ জনকে হাতেনাতে আটক করেছে র্যাব-৫,।
বৃহস্পতিবার নওগাঁ জেলা সদর উপজেলার বাইপাস মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে গাঁজা সহ শাহাজালাল (২১) ও আবুল বাসার(২৭) নামের মাদক (গাঁজা কারবারি) দু’জনকে আটক করেন র্যাব।
আটককৃত দু’জন হলেন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হারিকান্দা গ্রামের মৃত মান্নান এর ছেলে শাহাজাহান (২১) এবং দিলারপুর গ্রামের মৃত খুরশিদের ছেলে আবুল বাসার (২৭)।
প্রেস রিলিজ সুত্রে জানাগেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁ জেলা সদর উপজেলার বাইপাস মোড়ে পাকা রাস্তা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।অভিযানে ১শ’ কেজি গাঁজা, ২শ’ ১২ বোতল পানি (প্রতিটি ১ লিঃ), ২৫০ পিচ টিস্যু বক্স, ২৫ টি খালী কার্টুন,১ টি কাভার্ড পিকআপ ভ্যান,১ সেট গাড়ীর কাগজপত্র ও নগদ ৪ হাজর টাকা উদ্ধার করেন। এঘটনায় নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com