শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁয় অভিযান চালিয়ে ৪ লাখ টাকা মূল্যের ১৩ টি চোরাই স্মার্ট ফোনসহ একজন চোরাকারবারী কে আটক করেছে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের চৌকস একটি অভিযানিক দল।

সত্যতা নিশ্চিত করে প্রতিবেদককে র্যাব জানান,
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে বৃহস্পতিবার ২৮ এপ্রিল সন্ধা সারে ৬ টারদিকে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলা সদর বাজারে অভিযান পরিচালনা করে বিভিন্ন মডেল এর ১৩টি স্মার্ট ফোনসহ চোরাকারবারী রেজাউল করিম (৩০) নামের একজনকে হাতেনাতে আটক করেন। আটককৃত রেজাউল করিম নিয়ামতপুর উপজেলার তেঘরিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে।
র্যাব আরো জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কালোবাজারি মোবাইল ফোন বিক্রি করে আসছিলো। সে এসব চোরাই স্মার্ট ফোন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে সরকারি কর ফাঁকি দিয়ে অবৈধভাবে সংগ্রহ পূর্বক নিয়ামতপুর বাজারে বিক্রি করতো।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেছে র্যাব।