শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁয় শ্যালো মেশিন চালিত ভুটভুটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক এ দূর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের সতিহাটের পার্শ্ববর্তী সাতবাড়িয়া মোড় নামক স্থানে।
নিহত মোটরসাইকেল আরোহী দুই যুবক হলেন, নওগাঁর মহাদেবপুর উপজেলার তাঁতারপুর গ্রামের পুণাই সরকারের ছেলে পিনাকী সরকার (৩২) এবং দড়িয়াপুর গ্রামের মৃত খলিল উদ্দিনের ছেলে শরিফুল ইসলাম (৩৭)।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দুপুর ১২টারদিকে একটি মোটর সাইকেল যোগে ঐ দুই জন যুবক রাজশাহীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার পথে মান্দার সাতবাড়িয়া মোড় নামক স্থানে পৌছালে এসময় সাবাইহাট থেকে ছেড়ে আসা একটি ভুটভুটির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় দূর্ঘনাস্থলেই মোটর সাইকেল আরোহী উপরোক্ত দুই যুবকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়।

দূর্ঘটনার পরই ভুটভুটি রেখে তার চালক পালিয়ে যান। দূর্ঘটনার খবর পেয়ে মান্দা থানা পুলিশ দ্রুত দূর্ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরত হাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে নিহত দু’ যুবকের মৃতদেহ উদ্ধার সহ ভুটভুটি থানা হেফাজতে নিলেও পুলিশ পৌছার পূর্বেই ভুটভুটির চালক পালিয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসলে আইনানুগ প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানিয়েছেন ওসি।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com