ঢাকাবুধবার , ২৩ জুন ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নওগাঁয় বেলাল এর উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

350
Tanim Tv
জুন ২৩, ২০২১ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পহেলা আষাঢ় হতে ৩ মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচী পালিত হয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এর ধারা বাহিকতায় বুধবার সকাল সাড়ে ১১টায় বৃক্ষ প্রেমিক সাংবাদিক মাহমুদুন নবী বেলাল এর ব্যক্তি উদ্যেগে শহরের বিজিবি রোড় হতে বাইপাশ পর্যন্ত প্রায় ৫শত বৃক্ষ রোপন ও প্রায় ৫শত ফলজ, ঔষুধী ও সোভা বর্ধণ গাছ বিতরণ কর্মসূচী পালিত হয়েছে। এসময় বৃক্ষ রোপনে অংশ গ্রহন করেন নওগাঁ জেলা কৃষকলীগের আহবায়ক আবদুল ওয়াহাব, যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, বিজয় টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন, মোহনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি মাহমুদুন নবী বেলাল, ডিবিসি টিভির নওগাঁ প্রতিনিধি এ.কে সাজু, জেলা কৃষকলীগের সদস্য কালাম, নাসিমা খাতুন ও উপজেলা কৃষক লীগের সভাপতি, আজাহার আলী সাঃসম্পাদক কামরুজ্জামান, সিএনএন বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি সোহেল রানা, মধুমতি টিভির নওগাঁ প্রতিনিধি সজিব হোসেন সহ স্থানীয় গন্যম্যান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইতি পূর্বে সাংবাদিক মাহমুদুন নবী বেলাল নওগাঁ-রাজশাহী মহা-সড়কের সান্তাহার বশিপুর হতে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত ১ লক্ষ তালের আঁটি রোপনে শত ভাগ সফল করতে ২ বছর ধরে তালবীজ রোপন করছেন। এছাড়াও নওগাঁ রাজশাহী মহ-সড়কের নওহাটা মোড় হতে রানীপুকুর পযর্ন্ত প্রায় ৫কি: মিঃ রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন প্রায় ১০ হাজার গাছের চারা সহ নওগাঁ কোর্ট চত্বরের সামনে প্রায় ২শাধিক ফলদ, বনজ, ঔষধি ও সোভা বর্ধন গাছের চারা ব্যাক্তিগত ভাবে রোপন করে ব্যপক সাড়া ফেলেছে।
Attachments area

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com