শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর মান্দায় অবৈধভাবে বিলের পানির নিচ দিয়ে টানা বিদ্যুতের তারে জড়িয়ে ফুপু আমিনা খাতুন (৪০) ও ভাতিজা রোমান (১২) নামে দু’ জনের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই গ্রামে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।
বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন, বড়পই পূর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রোমান ও তার ফুপু আমিনা খাতুন ।
নিহত রোমানের বাবা রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ছাগলের জন্য রোমান বাড়ির পাশেই বিলে ঘাস কাটতে যায়। এ সময় বিলের পানির নিচ দিয়ে নিয়ে যাওয়া অবৈধ বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আমার ছেলে।
সে সময় আমার বোন আমিনা খাতুন দেখতে পেয়ে আমার ছেলেকে বাঁচাতে গেলে সেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে এবং দু’জনেরই মৃত্যু হয়।
মান্দা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম আসাদুজ্জামান বলেন, এ বিষয়টি আমার জানা নেই। আর পল্লী বিদ্যুতের লাইন বিলের পানিতে দেয়া নাই । কেউ যদি এমন সংযোগ প্রদান করেন তার জন্য দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com