শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় বিদ্যুৎ পিষ্ট হয়ে ৭মাস বয়সী এক শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
এ মর্মান্তিক শিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে নওগাঁর পোরশা উপজেলায় শনিবার সকাল ১১ টারদিকে। নিহত শিশুটি হলেন, পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের ইসরাইলের শিশু পুত্র মোঃ শাহিন।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন বাড়ির বারান্দায় মায়ের সাথে খেলা করছিলো শিশু শাহিন। এসময় ঘর থেকে বিদ্যুতের মাল্টিপ্লাগে লাইন বের করে টেবিল ফ্যানে ব্যবহার করার এক পর্যায়ে শিশু শাহিন কে রেখে পুকুরের ঘাটে শপ ধোয়ার কাজে যান মা, কাজ শেষ এসে দেখতে পায়, শিশু শাহিন বিদ্যুৎ লাইনের মাল্টিপ্লাগের সকেটে হাত দিয়ে আছে। এসময় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। শিশু মৃত্যুর ঘটনায় গ্রামের লোকজন সহ স্বজনদের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com