শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় যাত্রীবাহী বাসের সাথে মিনি ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, মিনি ট্রাকের চালক রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের টেমা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে মাসুদ রানা (২৮) ও তার সহযোগী নোয়াখালী জেলার সূর্বনচর উপজেলার চকরশিদ গ্রামের বাবর উদ্দিনের ছেলে রাসেল (২০)।
বৃহস্পতিবার সকালে নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহা-সড়কের পঞ্চমীতলামোড় নামক এলাকায় এমর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নাহার এগ্রো গ্রুপের একটি মিনি ট্রাক বাড়ন্ত মুরগীর বাচ্চা নিয়ে রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশ্য যাচ্ছিলো পথে উল্লিখিত স্থানে পৌছালে নওগাঁ থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে মিনিট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন মিনিট্রাকের চালক মাসুদ রানা ও পরবর্তীতে তার সহযোগীরও মৃত্যু হয়।
সত্যতা নিশ্চিত করে, মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, দূর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত পৌছে দুর্ঘটনা কবলিত বাস ও মিনি ট্রাক থানা হেফাজতে নেয়।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com