শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় বাবার চালানো ট্রলির চাকায় পিষ্ট হয়ে জোবায়ের হোসেন নামে মাত্র সাড়ে ৩ বছর বয়সী এক ছেলে শিশুর মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাদদোঁয়াশ গ্রামে।
জানাগেছে, রবিবার সন্ধ্যা পৌনে ৭ টারদিকে সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের বাদ দোঁয়াশ গ্রামের ট্রলি চালক নুর হোসেন তার ট্রলি জৈনক আমজাদ হোসেনের আম বাগানে রাখতে যায়। এসময় নুর হোসেনের ছেলে শিশু জোবায়ের হোসেন তার বাবার ট্রলিতে ওঠে পড়েন। কিন্তু পথের মধ্যেই অসাবধানতা বশত বাবার চালিত ট্রলি থেকে পড়ে ট্রলির চাকার পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন শিশুটি। এ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকার লোকজনের মাঝে শোকের ছাঁয়া নেমে এসেছে।
এঘটনায় সাপাহার থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com