শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটার

নওগাঁয় নিখোঁজের ৫ দিন পর নারগিস (৪০) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার পূর্বক নাম ও পরিচয় সনাক্ত করে উদ্ধারকৃত নারীকে বুধবার দুপুর ১২ টারদিকে তার মেয়ে ও জামাই এর হাতে তুলে দিয়েছেন নওহাটামোড় ফাঁড়ি পুলিশ।
সত্যতা নিশ্চিত করে নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান প্রতিবেদককে জানান, নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষ্ণপুর -কাশিবাড়ি গ্রামে অজ্ঞাতনামা মেয়েটিকে ঘোরাফেরা করতে দেখে আমাদেরকে জানালে সাথে সাথে গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর ঘটনাস্থলে পৌছে প্রথমেই
ঐ নারীকে জিজ্ঞাসাদ করাকালে তার কথা বার্তায় বুঝা যায় সে মানসিক প্রতিবন্দি। সে নিজের নাম ছাড়া কিছু বলতে পারেনি।
এস আই জিয়াউর রহমান আরো বলেন, নারীটিকে উদ্ধারের পর উর্দ্ধতন কর্মকর্তাদের জানানো হয় এবং জেলা পুলিশ সুপার জনাব প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় ও মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এর দিকনির্দেশনায় ঐ প্রতিবন্ধী নারীর পরিচয় সনাক্ত করতে সোস্যাল মিডিয়া সহ বিভিন্নভাবে তৎপরতা চালানোকালে এক পর্যায়ে উদ্ধারকৃত নারীর নাম ও ঠিকানা নওগাঁ সদর উপজেলার বিজিবি ক্যাম্প এলাকায় বলে নিশ্চিত হওয়া যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে তার মেয়ে ও জামাইকে জানানো হয় এবং আজ বুধবার দুপুরে মেয়ে ও জামাই এর কাছে নারীটিকে হস্তান্তর করেন নওহাটামোড় পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই জিয়াউর রহমান জিয়া।
এসময় মেয়ে ও জামাই পুলিশকে জানায়, উদ্ধারকৃত নারগিস মানসিক প্রতিবন্দি এবং ৫ দিন পূর্বে বাড়ি থেকে নিখোঁজ হয়, অবশেষে তারা মাকে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন।