শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর মান্দা উপজেলার আত্রাই নদীর পানিতে ভাসমান অজ্ঞাতনামা এক নারী (৪০) এর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রবিবার বিকালে মান্দা উপজেলার কালিকাপুর বাজার সংলগ্ন নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রবিবার দুপুরে কালিকাপুর বাজারেের পার্শ্বে আত্রাই নদীর পানিতে একটি মৃতদেহ ভাসতে দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেন।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, আত্রাই নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মৃতদেহর পরনে পেটিকোট ও গায়ে প্রিন্টের ব্লাউজ ছিলো। ফরেনসিক পরীক্ষার জন্য নওগাঁর সিআইডির একটি টিম নমুনা সংগ্রহ করেছেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।