শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁর বদলগাছী উপজেলা সদরে ছোট যমুনা নদীতে গোসল করতে নেমে আবু শাহাদত ওরফে শাহী সরদার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। নিখোঁজ শাহী সরদার বদলগাছী উপজেলা সদরের সরদারপাড়া মহল্লার জৈনক একরামুল হক বাবুল সরদারের ছেলে এবং ঢাকার মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১ টায় বন্ধুদের সাথে উপজেলা সদরের নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসেন। ফুটবল খেলা শেষে দুপুর পৌনে ১ টারদিকে নদীতে গোসল করতে নামেন দু বন্ধু। এক পর্যায়ে দুই বন্ধু নদী পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারে নি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যায়। সংবাদ সংগ্রহকালে এখনো নদীর পানি থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়নি।
প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছেন তার অপর বন্ধুরা। মহূর্তের মধ্যে ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে এবং নদীর পারে লোকজন ভীর করছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com