শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। নওগাঁর মান্দা উপজেলার শরিরমোড় নামক বাজারের একটি চায়ের দোকানে শুক্রবার সন্ধায় মান্দা থানা পুলিশ অভিযান চালিয়ে দেশিয় অস্ত্র উদ্ধার সহ বাবা ও ছেলেকে আটক করেন।
আটককৃতরা হলেন, মান্দা উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৫৬) ও তার ছেলে হেলাল উদ্দিন (৩২)। আটককৃতদের শরিরমোড় বাজারে একটি চায়ের দোকান রয়েছে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান, অপরাধকর্ম সংঘটনের লক্ষে আটককৃতরা তাদের চায়ের দোকানে রামদা, হাঁসুয়া, ফলা, শুলপি ও বল্লম মজুত করেন। ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে শনিবার নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com