ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

নওগাঁয় দুই বাটি শাকের মূল্য ২০০ টাকা নেওয়ায় জরিমানা

350
Tanim Tv
এপ্রিল ২৮, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ নওগাঁর সাপাহারে চাঁপাই ফাইভ স্টার হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ২৭ এপ্রিল দুপুরে ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন এ জরিমানা করেন।

সুত্রমতে গত ৬ জানুয়ারি নওগাঁর সাপাহার হাসপাতাল রোড চাঁপাই ফাইভ স্টার হোটেলে দুপুরের খাবার খান বগুড়া টিএমএসএস ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড আইসিটির অধ্যক্ষ সুব্রত সুবন আচার্য্য। খাবার খেয়ে তিনি বিল পরিশোধ করতে গেলে হোটেল মালিক লাল শাকের মূল্য ১০০ টাকা ধরে দুই বাটি শাকের মূল্য ২শ’ টাকাসহ মোট ৫১০ টাকা বিল ধরিয়ে দেন। পরে তিনি বিল পরিশোধ করে রশিদ নিয়ে চলে যান।  এ বিষয়ে ভোক্তা অধিকারে অভিযোগ করেন সুব্রত সুবন আচার্য্য। তার অভিযোগ পেয়ে জেলা কার্যালয়ের অফিসে উপস্থিত হওয়ার জন্য চাঁপাই ফাইভ স্টার হোটেল মালিককে পরপর ৩ বার নোটিশ দেয় ভোক্তা অধিকার। মালিক উপস্থিত না হওয়ায় বিষয়টি নিষ্পত্তি করতে তার হোটেলে গিয়ে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসাবে ৭৫০ টাকা দেওয়া হয়।

ভোক্তা অধিকারের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন উপরোক্ত তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com