শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃকরোনা ভাইরাস, নওগাঁতে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে, এনিয়ে নওগাঁ জেলায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দারালো ৫২ জনে। অপরদিকে ২৪ ঘন্টায় নওগা জেলায় নতুন করে আরো ১০৭ জন ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় মোট ৪০৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়, যার মধ্যে নতুন ১০৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। শনাক্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। নওগাঁ জেলা সিভিল সার্জন কন্ট্রোল রুম তথ্য নিশ্চিত করেছেন।
সর্বশেষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী ব্যক্তির নাম আয়েজ উদ্দিন আহমেদ (৭৮)। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার ভালাইন ইউনিয়নের উত্তর গ্রামের বাসিন্দা। রবিবার দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নওগাঁতে নতুন ১০৭ জন করোনা আক্রান্তদের উপজেলা ভিত্তিক সংখ্যা নিম্নরুপঃ- নওগাঁ জেলা সদর উপজেলায় ১৮ জন, রানীনগর উপজেলায় ৬ জন, আত্রাই উপজেলায় ৮ জন, মহাদেবপুর উপজেলায় ১৫ জন, মান্দা উপজেলায় ২৩ জন, বদলগাছী উপজেলায় ১জন, পত্নীতলা উপজেলায় ৮ জন, ধামইরহাট উপজেলায় ৮ জন, নিয়ামতপুর উপজেলায় ১২ জন, সাপাহার উপজেলায় ১ জন এবং পোরশা উপজেলায় ৭ জন।
এপর্যন্ত নওগাঁ জেলায় মোট করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা হলো ২ হাজার ৯ শ’ ৬৪ জন। এছাড়া ২৪ ঘন্টায় সুস্থতা লাভ করেছেন ২২ জন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ২ শ’ ৩ জন। বর্তমানে জেলায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন, ৭ শ’ ৬১ জন। আক্রান্ত ব্যক্তির মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন। বাকীরা নিজ নিজ বাসা বা বাড়িতে থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসাসেবা গ্রহন করছেন। এই ২৪ ঘন্টায় নওগাঁ জেলায় কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১ শ’ ৮১জনকে এবং ছাড়পত্র পেয়েছেন ৭৫ জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন, ২ হাজার ১শ’ ৫৯ জন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com