নওগাঁয় করোনা কালিন ক্ষতিগ্রস্থ ৩৫০ জনের মাঝে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আহ্বানে বে-সরকারী অর্থায়নে বিদ্যমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে নওগাঁয় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ জেলা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যমুনা ব্যাংকের আর্থিক সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোঃ হারুন অর রশীদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা ব্যাংকের পরিচালক বেলাল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক প্রমুখ। পরে প্রধান অতিথি ৩৫০ জনের মাঝে ২ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকা সহায়তা প্রদান ( বিতরণ) করেন।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com