ঢাকাবুধবার , ৭ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর ভারতীয় সীমান্তে বিজিবির হাতে ভারত ফেরত ৮ নারী-পুরুষ আটক

350
Tanim Tv
জুলাই ৭, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃনওগাঁর সাপাহারে ভারতীয় সীমান্তে ভারত থেকে পুশইন করার পর ৮ জন বাংলাদেশী নারী পুরুষকে আটক পূর্বক স্থানীয় সাপাহার থানা পুলিশে সোপর্দ করেছে ১৬ বিবিজি কোম্পানী হাপানিয়া বিওপি ক্যাম্পের সদস্যরা। ৬ জুলাই মঙ্গলবার ভোর সকালে ভারতীয় বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পুশইন করেন বলে তারা জানান।
সাপাহার উপজেলার হাপানিয়া বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মোঃ আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার অনুমান ভোর ৪ টারদিকে হাপানিয়া সীমান্তের হরিণ মাঠ নামক এলাকা হতে টহলরত বিজিবি সদস্যরা ভারত থেকে পুশইন হয়ে আসা ব্যক্তিদের আটক করে সকালে স্থানীয় থানায় সোপর্দ করেন। বেশ কিছুদিন পূর্বে আটককৃত ব্যক্তিরা একত্রে বাংলাদেশের সাতক্ষীরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ সদস্যদের হাতে আটক হোন এবং ভারতীয় আইনে দমদম জেলখানায় জেল হাজত খাটার পর ছাড়া পেলে মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাদেরকে সাপাহার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে পুশ ইন করে দেয়।
বিজিবির হাতে আটককৃত ব্যক্তিরা হচ্ছেন, বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালীগঞ্জের আঃ রহমান গাজীর ছেলে মোঃ জহুর আলী গাজী (৩৭), শ্যামনগরের শামসুর রহমান গাজীর ছেলে মোঃ হাসান আলী (৩২), শ্যামনগরের  আবু হাসানের স্ত্রী মোসাঃ নুরনাহার বেগম (২৭) একই থানা ও জেলার জহর আলী গাজীর মেয়ে মোসাঃ সালমা পারভীন (৩০), জয়পুর হাট জেলার পাঁচবিবির মোঃ আতিয়ার রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৭), নড়াইল জেলার কালিয়া থানার মোঃ আলিফ খালাসীর মোয়ে মোসা: সেনিয়া খাতুন (২৫), ময়মনসিংহ জেলার কোতোয়ারী থানার জাহাঙ্গীর আকন্দ এর মেয়ে মোসাঃ সাদিয়া খন্দকার ইভা (২৪), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার আবুল হোসেন এর মেয়ে মোসাঃ পপি আক্তার (২১)।
আটককৃতদের বিরুদ্ধে ১৯৫২সালের কন্ট্রোল অফ এন্ট্রি এ্যাক্ট এর ৪ ধারায় মামলা দায়েরের পর পুলিশ আকটকৃতদের নওগাঁ কোর্টে চালান  করেছে বলে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আল-মাহমুদ জানিয়েছেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com