শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রির্পোটারঃ
নওগাঁর পুলিশ কুমিল্লা থেকে যেভাবে মানব পাচার চক্রের দু’ সদস্যকে আটক করলো, এমনকি নওগাঁ জেলা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যেই লিবিয়ায় জিম্মি দশা থেকে প্রবাসী দীপু হোসেনকে ও মুক্ত করা হয়েছে।
শুক্রবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইনস ড্রিল সেডে সংবাদ সম্মেলনে নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এ তথ্য জানান।
আটককৃত দু’জন হলেন, কুমিল্লা জেলার চান্দিরা উপজেলার আটচাইল গ্রামের মৃত হিরোনের ছেলে নাভিদ হাসান ও লেবাস প্রধানিয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে কামাল হোসেন।
নওগাঁ জেলা পুলিশ সুপার জানান, নওগাঁ জেলা সদর উপজেলা সাহাপুর গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে দীপু হোসেন প্রায় ৮ বছর থেকে লিবিয়ায় শ্রমিক হিসাবে কমরত থাকাকালিন উন্নত জীবন যাপনের জন্য লিবিয়া হতে ইটালী যাওয়ার জন্য চেষ্টা করার সময়ে একটি সংঘবদ্ধ মানব পাচার চক্রের খপ্পরে পড়েন তিনি। গত ১৪ আগষ্ট মানব পাচার চক্রের মুল হোতা লিবিয়া প্রবাসী ইয়াছিন ও কামাল হোসেনসহ আরো কয়েকজন মানব পাচারকারী দীপুকে লোভ দেখিয়ে লিবিয়া থেকে সাগর পথে ইটালী পাঠানোর কথা বলে লিবিয়ার কোন এক অজ্ঞাতনামা স্থানে নিয়ে আটক করে রেখেন এবং দীপুকে মারপিট করে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যা করে সাগরের পানিতে ফেলে দেয়ার কথা বলে আরো মারপিট করার এক পর্যায়ে দিপুকে তার ( বাংলাদেশে-নওগাঁতে) বসবাস রত বড় ভাইয়ের সাথে ফোনে যোগাযোগের করে দিলে সে সময় দিপু তার ভাইকে জানান, সে খুব বিপদে আছেন জিম্মি অবস্থায় এবং ২৫ লাখ টাকা না দিলে তাকে মেরে সাগরে ফেলে দিবে জানিয়ে তার ভাইকে দিপু বলেন, যারা আমাকে লিবিয়াতে জিম্মি করেছেন সেই মানব পাচার চক্রের বাংলাদেশে থাকা সহযোগী নাভিদ ও কামালের নিকট অতিদ্রুত বিকাশের মাধ্যমে ২৫ লাখ টাকা পাঠাতে বলেন।
লিবিয়া থেকে ফোনে ছোট ভাই দিপুর এমন দূরঅবস্থার কথা শুনে দিপুর বড় ভাই মতিউর রহমান ঘটনাটি পুলিশকে জানান এবং নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করলে, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয় এর সার্বিক দিকনির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশ মানব পাচার চক্রের বাংলাদেশে থাকা সক্রীয় সদস্যকে আটক করতে কৌশলী অভিযানে মাঠে নামেন এবং কুমিল্লা গিয়ে এচক্রের দু’জন সক্রীয় সদস্যকে হাতেনাতে আটক করে কুমিল্লা থেকে নওগাঁতে নিয়ে আসেন।
এমনকি জড়ীত দু’জনকে আটকের সাথে সাথেই লিবিয়াতে জিম্মি থাকা ভিকটিমকে লিবিয়াতে জিম্মিদশা মুক্তি দেওয়া হয়। আটককৃত দু’জন আসামীকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে- দিপুর বড় ভাই মতিউর রহমান জানান, দিপুর ইটালীতে অবৈধ্যভাবে যাওয়ার কথা আমাদেন সাথে আলোচনা করলে আমার নিষেধ করি। কিন্তু ঐ মানব পাচারকারিদের লোভনীয় প্রতারনার পাল্লায পরে লিবিয়া থেকে ইটালীতে যাওয়ার সময় লিবিয়াতেই মানব পাচার চক্রের সদস্যরা আমার ভাই দিপুকে জিম্মি ও মারপির করে মুক্তিপণ দাবি করেন। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের সাথে যোগাযোগ ও পরামর্শে মামলা করার পরই থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দু’জনকে আটক করার পরই লিবিয়াতে জিম্মি দশা থেকে আমার ছোট ভাই দিপুকে ছেড়ে দেন।
সংবাদ সম্মেলন চলাকালে লিবিয়া থেকে সরাসরি ভিডিও কলে দিপু জানান, তাকে লোহার রড় ও পাইপ দিয়ে মারপিট করা হয়েছে। বর্তমানে তিনি বিপদমুক্ত ও সুস্থ্য ভাবে লিবিয়াতে জীবন যাপন করছেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খাঁন চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com