ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

নওগাঁয় চাঁদাবাজি করতে গিয়ে দু’ জন ভুয়া পুলিশ আটক

350
তানিম টিভি
সেপ্টেম্বর ২২, ২০২৩ ১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ নওগাঁর পত্নীতলার ঘোষনগর ইউনিয়নের নেপালপুর থেকে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় দু’ জন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টারদিকে নেপালপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল সহ তাদের আটক করেন পত্নীতলা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
আটককৃতরা হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়ন এর চক শ্রীপুর গ্রামের আনোয়ার হোসেন খোকার ছেলে আবু ইছা মুরাদ (২৮) ও একই গ্রামের আবু হাসানের ছেলে মিনহাজ (২২)।
পত্নীতলা থানার এসআই জাফর আহম্মেদ বলেন, বুধবার রাত্রিকালীন ডিউটি অবস্থায় ঘোরাঘুরির সময় রাস্তার পাশে চারজন ব্যক্তিকে দেখতে পেলে তাদের সন্দেহ হয়। এ সময় তাদের জিজ্ঞাসা বাদে জানতে পাওয়া যায়, দু’জন ব্যক্তি একটি চার্জার গাড়ি আটকিয়ে পুলিশের এসআই শামীম পরিচয়ে তাদের মাদক ব‍্যবসায়ী বলেন। পরে তাদের কাছ থেকে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা কোন থানার এবং তাদের পরিচয় জিজ্ঞাসা করিলে তারা নাম ঠিকানা প্রকাশে গড়িমসি করতে থাকেন। এ সময় কোনো জবাব দিতে না পারায় দুই প্রতারককে আটক করা হয়।
সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, বুধবার রাতেই ঘটনাস্থল থেকে দুই প্রতারককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করার পর তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com