ঢাকাবৃহস্পতিবার , ২৮ এপ্রিল ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

ধান ২৭ ও চাল ৪০ টাকায় সংগ্রহ করবে সরকার

350
Tanim Tv
এপ্রিল ২৮, ২০২২ ৩:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে কৃষকদের থেকে প্রতি কেজি ধান ২৭ টাকায় এবং চাল ৪০ টাকায় সংগ্রহ করবে সরকার। এ বছর সাড়ে ১১ লাখ মেট্রিক টন চাল এবং সাড়ে ছয় লাখ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীতে খাদ্য ভবনে দেশের আট বিভাগের আট জেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ তথ্য জানান।

ধান ও চাল সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। তবে ধান ও চালের মানের ব্যাপারে কোনো আপস করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

খাদ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার (২৮ এপ্রিল) থেকে সারাদেশে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আর ৭ মে থেকে শুরু হবে চাল কেনা।

মে মাসের ৭ থেকে ১৬ তারিখের মধ্যে মিলারদের সঙ্গে চাল কেনার জন্য চুক্তি করতে সংশ্লিষ্টদের পরামর্শ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘মিলাররা যাতে চুক্তির শর্ত বরখেলাপ না করে সেটিও নিশ্চিত করতে হবে।’

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com