আশিকুর রহমান, নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীতে এক নারী ধর্ষণ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থল পরিদর্শন ও ওই নারীকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম)।

৩০ জুন (বৃহস্পতিবার) নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নবীপুর এলাকায় মামলার ঘটনাস্থল পরিদর্শনের পূর্বে পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) অত্র মামলার ভুক্তভোগীকে দেখতে নরসিংদী সদর হাসপাতালে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় তার সাথে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিয়া আফরোজ, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম, জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল বাশার ও অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম (পিপিএম) উপস্থিত পুলিশ কর্মকর্তাদের মামলার মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দিক-নির্দেশনা প্রদান করেন।