কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সিয়াম (২২) ‘আত্মহত্যা’ করছেন বলে দাবি তার স্ত্রী হীরা মনির। শুক্রবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর ডেমরার শারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

সিয়ামের গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলায়। তিনি ডেমরায় একটি ভাড়া বাসায় থাকতেন।
নিহতের স্ত্রী হীরা মনি বলেন, ‘আমরা এক বছর আগে প্রেম করে বিয়ে করি। আমি বিয়ের আগে লাইকি ভিডিও করতাম। সেখান থেকে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক বিষয় নিয়ে আমার সঙ্গে প্রায় ঝগড়া হতো। রাতে খাবার খাওয়ার পর সে আমাকে ঘর থেকে বাইরে যেতে বলে। বাইরে বের হলে ঘরের দরজা লাগিয়ে দেয় সিয়াম। পরে দরজা না খোলায় আমি জানালা দিয়ে দেখি রুমের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কলহের জেরে স্ত্রীর ওপরে অভিমান স্বামী গলায় ফাঁস দেয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।