রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার একটি বাসা থেকে লিমা আক্তার (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের সদস্যদের।

সোমবার (১৮ অক্টোবর) রাতে তিনি আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী সোহেল জানান, আমরা রাতের খাবার শেষে সবাই ঘুমাতে যাই। পরে ঘুম ভাঙলে দেখি আমার স্ত্রী মোবাইল ফোনে কারও সাথে কথা বলছে। আমি ওয়াশ রুম থেকে ফিরে এসে দেখি দরজা বন্ধ করে দিয়েছে। অনেক ডাকাডাকি করলে দরজা না খোলায় আমার ছোটভাই এসে দরজা ভেঙে ফেলে। এ সময় আমার স্ত্রীকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকা অবস্থায় দেখতে পাই। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।