এডিস মশা নিধনে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ আগস্ট) ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আরোপ ও আদায় করেন।
ডিএনসিসির ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম সফিউল আজম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় ২২ হাজার টাকা, ৩ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান ও পার্সিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঁচটি মামলায় এক লাখ ১৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও ১০ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ শহিদুল ইসলাম পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ১৩টি মামলায় আদায় এক লাখ ৭৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।