ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ট্রাম্পের নিয়োগকৃত দুই কর্তাকে বরখাস্ত করলেন বাইডেন

350
Tanim Tv
জুলাই ১০, ২০২১ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন সোশ্যাল সিকিউরিটি কমিশনার অ্যান্ড্রু সৌল ও ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাককে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার বিকেলে এমন পদক্ষেপ নেয়েছেন তিনি। এর আগে শুক্রবার সকালে দুই জনকে পদত্যাগ করতে বলে বাইডেন প্রশাসন। তবে পদত্যাগ করতে অস্বীকার জানিয়েছিলেন সোশ্যাল সিকিউরিটি কমিশনার। ফলে বিকেলে বরখাস্তের সিদ্ধান্ত নেন জো বাইডেন।

এদিকে বাইডেন প্রশাসনের আদেশে সাড়া দিয়ে নিজ থেকেই পদত্যাগপত্র জমা দিয়েছেন ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাক। এদের দুই জনকেই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়োগ দিয়েছিলেন।

এদিকে জো বাইডেনের এমন পদক্ষের সমালোচনা করেছেন সোশ্যাল সিকিউরিটি কমিশনার অ্যান্ড্রু সৌল। বাইডেনের এমন সিদ্ধান্তের বিপক্ষে লড়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পরে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বাইডেন কমিশনার অ্যান্ড্রু সৌলকে পদত্যাগ করতে বলেছিলেন কিন্তু তিনি ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের অনুরোধ প্রত্যাখ্যান করেন যার ফলশ্রুতিতে তাকে বরখাস্ত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও বলেন যে ডেপুটি কমিশনার ডেভিড ব্ল্যাক পদত্যাগ করতে রাজি হয়েছিলেন।

এদিকে নতুন কমিশনারও নিয়োগ দিয়েছে জো বাইডেন। কিলোলো কিজাকাজিকে ভারপ্রাপ্ত কমিশনার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। প্রশাসন স্থায়ী কমিশনার ও ডেপুটি কমিশনারের পদের জন্য উপযুক্ত কাউকে খুঁজে না পাওয়া পর্যন্ত কিজাকাজি এই দায়িত্ব পালন করবেন।

কিজাকাজী বর্তমানে সোশ্যাল সিকিউরিটি প্রশাসনের অবসর ও প্রতিবন্ধী নীতি সম্পর্কিত ডেপুটি কমিশনার।

সূত্র: ভয়েস অব আমেরিকা

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com