ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক চালকদের বিক্ষোভের জেরে কানাডায় জরুরি অবস্থা জারি

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার রাজধানী অটোয়ায় ট্রাক চালকদের চলমান বিক্ষোভের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

করোনার স্বাস্থ্যবিধির বিরোধিতায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই বিক্ষোভ চলছে। রবিবার অটোয়ার মেয়র জরুরি অবস্থা জারি করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের চেয়ে বিক্ষোভকারীদের সংখ্যা বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

মেয়র জিম ওয়াটসন বলেছেন, “বিক্ষোভকারীরা শহরের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য একটি হুমকি তৈরি করেছে।”

বিক্ষোভকারী ট্রাক চালকরা অটোয়ার প্রাণকেন্দ্র অচল করে দিয়েছেন নিজেদের গাড়ি ও তাঁবু স্থাপন করে। ট্রাক চালকদের করোনাভাইরাসের টিকা বাধ্যতামূলক করতে সরকারের উদ্যোগের বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ নামের বিক্ষোভ শুরু হয়।

জিম ওয়াটসন বলেছেন, “বিক্ষোভকারীরা টানা হর্ন ও সাইরেন বাজিয়ে এবং আতশবাজি পুড়িয়ে একেবারে পার্টি বানিয়ে ফেলেছে। স্পষ্টভাবে আমরা সংখ্যায় কম, লড়াইয়ে হেরে যাচ্ছি। এটাকে থামাতে হবে, আমাদের শহরকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে।”

জরুরি অবস্থা জারির পর কেমন পদক্ষেপ নেওয়া হতে পারে তা সম্পর্কে জানাননি অটোয়ার মেয়র। তবে পুলিশ রবিবার জানিয়েছে, “তারা আইনশৃঙ্খলার পদক্ষেপ বাড়াবে। বিক্ষোভকারীদের সহযোগিতা চাওয়া ব্যক্তিদেরও হয়ত গ্রেফতার করা হতে পারে।”

জরুরি অবস্থা জারির ফলে শহর কর্তৃপক্ষ অতিরিক্ত ক্ষমতা পাবে। যেমন, ফ্রন্টলাইন ও জরুরি সেবার কর্মীদের ব্যবহৃত সরঞ্জাম সরবরাহ করা যাবে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com