টেকনাফ প্রতিনিধি : টেকনাফে বাহারছড়া আউটপোস্টে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে মিয়ানমান হতে আসা বিদেশী বিয়ার বোঝাই পিকআপ জব্দ করেছে।
সুত্র জানায়, ১৩জুন ভোররাত আড়াই টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড বাহারছড়া আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল হোসেন (পিও) মাদকের চালান পাচারের গোপন সংবাদের বিশেষ আভিযানিক দল নিয়ে বাহারছড়ার শিলখালী বাজারের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ পুরাতন রোড এলাকায় একটি গাড়ি হুইসেল বাজিয়ে টর্চ লাইটের আলোতে থামানোর জন্য সংকেত দিলে দ্রæত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড জওয়ানেরা তাদের ধরার জন্য ধাওয়া করলে কিছু দূর যাওয়ার পর গাড়িটি থামিয়ে ড্রাইভার ও হেলপার জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। পরে গাড়িটি আয়ত্তে নিয়ে তল্লাশি করে ১৩টি প্লাস্টিকের বস্তায় ৮শ পিস আন্দামান গোল্ড বিয়ার পাওয়া যায়।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন আমিরুল হক জানান,জব্দকৃত বিয়ার ও পাচারকার্যে ব্যবহৃত গাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে একাধিক সুত্রের দাবী,জব্দকৃত বিয়ার হোয়াইক্যং কাটাখালীর বক্তার আহমদ মেকানিকের পুত্র সেলিমের বলে জনশ্রæতি রয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com