ঢাকারবিবার , ২৯ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

টিভিতে সুযোগ দেওয়ার প্রলোভনে কলকাতায় তরুণীকে ধর্ষণ

350
Tanim Tv
আগস্ট ২৯, ২০২১ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নাচের অনুষ্ঠানে ও টিভির লাইভ শোতে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই তরুণীকে কলকাতায় নিয়ে এসে বিয়ের প্রতিশ্রুতিও দেন ওই যুবক। পরে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার যুবকের নাম আসিফ খান। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট এলাকায়। কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি মাংসের দোকানে কাজ করেন তিনি। ওই তরুণীও একই জেলার বাসিন্দা। কয়েক মাস আগে একটি মেলায় নাচের অনুষ্ঠান করতে গিয়েছিলেন ওই তরুণী। সেখানেই তার সঙ্গে আসিফের পরিচয় হয়। আসিফ তাকে বলেন, কলকাতায় তার অনেক চেনাজানা ব্যক্তি ও ক্লাব রয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় তার নাচের অনুষ্ঠানের আয়োজন করবেন তিনি। এছাড়াও টিভির লাইভ শোতেও সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আসিফের কথায় তরুণী বিশ্বাস করেন।

পুলিশ আরও জানায়, এরপর আসিফের হাত ধরেই তিনি কলকাতায় চলে আসেন। আসিফ নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেন। মধ্য কলকাতার তালতলায় একটি বাড়ি ভাড়া নিয়ে ওই তরুণীকে নিয়ে থাকতে শুরু করেন তিনি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টানা দুই মাস তাকে ধর্ষণ করে বলে অভিযোগ রয়েছে। দুই মাসেও কোনো নাচের অনুষ্ঠান আয়োজন না করায় সন্দেহ হয় তরুণীর। তিনি যুবককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু বিয়ে করার বদলে তাকে হুমকি দেন আসিফ। খোঁজখবর নিতে তরুণী জানতে পারেন যে, আসিফের স্ত্রী ও সন্তান রয়েছে। এর পর তিনি গত জুন মাসে আসিফের বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর থেকেই আসিফ পলাতক ছিলেন। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।

সম্প্রতি নিজের বাড়ি ঢোলাহাটে ফেরেন অভিযুক্ত আসিফ। গোপন সূত্রে খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার (২৮ আগস্ট) তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে ২ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com