বৈশ্বিক দুর্যোগ করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ দমাতে দেশজুড়ে গণটিকাদান কার্যক্রম পরিচালনা করছে সরকার। এরই অংশে হিসেবে সারাদেশে এ পর্যন্ত ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ জন করোনা প্রতিরোধী টিকার আওতায় এসেছেন। এরমধ্যে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৬১ লাখ ৫৮ হাজার ৬৭৭ জন। আর দ্বিতীয় ডোজ গ্রহীতার সংখ্যা ৬২ লাখ ৫৪ হাজার ৪০২ জন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশে মোট টিকাগ্রহণকারী ২ কোটি ২৪ লাখ ১৩ হাজার ৭৯ জনের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১ কোটি ৯ লাখ ৬২ হাজার ১১৩ জন। এ ছাড়া সিনোফার্মের টিকা নিয়েছেন ৮৬ লাখ ৪০ হাজার ৬৫০ জন। আর মডার্নার টিকাগ্রহণকারীর সংখ্যা ২৭ লাখ ১৭ হাজার ১৭৮ জন। পাশাপাশি ৯৩ হাজার ১৩৮ জন ফাইজারের টিকা নিয়েছেন।