মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুরোধে সারাদেশে মোট দুই কোটি ১৩ লাখ ৩০ হাজার ৭৪৩ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন এক কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ৪৬৩ জন ও দ্বিতীয় ডোজের টিকা নেন ৫৬ লাখ ৯৪ হাজার ২৮০ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রথম ডোজের টিকা নিয়েছেন এক লাখ ৭৪ হাজার ৮৮০ জন। তাদের মধ্যে পুরুষ ৯৩ হাজার ৫৪১ জন ও নারী ৮১ হাজার ৩৩৯ জন। একই দিনে দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন দুই লাখ ৬৫ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৫৫ হাজার ৮৬০ জন ও এক লাখ ১০ হাজার ৬৫ জন নারী।
এদিকে ১৬ আগস্ট বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনার প্রতিষেধক হিসেবে টিকা নিতে ইচ্ছুক নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ২৬ লাখ ৬২ হাজার ৫০১ জনে।