টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচ জন আহত হয়েছেন।

রবিবার (২৭ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পাথাইলকান্দি ২নং ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহতের নাম রমজান আলী (২৫)। সে ময়মনসিংহের গৌরিপুর এলাকার বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোস্তাফিজুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা আম ভর্তি একটি পিকআপ ঢাকার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পিকআপটি মহাসড়কের পাথাইলকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই পিকআপটির চালক রমজান আলী নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হেলপার নাদিমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে। এ সময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে নিলে সকাল সাড়ে নয়টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।