এম আর মিল্টন, টাঙ্গাইল প্রতিনিধি :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকারে বাড়তে শুরু করেছে । ইতিমধ্যে এই উপজেলাকে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যেকোন সময় লকডাউনের ঘোষণা আসতে পারে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে সচেতনামূলক প্রচারণা ও পথচারী, শিশু ও শ্রমিকদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ‘ দূরে থেকেও পাশে থাকি, টিকার সহজ বিকল্পে মাস্ক পড়ি’ স্লোগানে মঙ্গলবার ( ১৫ জুন ) উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সকালে কর্মসূচির উদ্বোধন করেন, লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লা। এসময় উপস্থিত ছিলেন, এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য সেকান্দর আলী লেবু, সহকারি অধ্যাপক কাশীনাথ মজুমদার পিংকু,প্রভাষক নাজিম উদ্দিন, এলেঙ্গা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান মিলন, সম্পাদক মুশফিকুর মিল্টন, রাজাবাড়ী অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিরু মোল্লা প্রমুখ।