ঢাকাবুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে মোবাইল থেরাপি ক্যাম্পেইন অনুষ্ঠিত

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাইফুল ইসলাম : টাঙ্গাইলের মধুপুরে বিনামূল্যে ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনে সেবা প্রদান করা হয়েছে। ক্যাম্পেইনে ভ্রাম্যমান ভ্যানে রোগীদের থেরাপি সেবা প্রদান করা হয়।

বুধবার (০৯ ফেব্রুয়ারি) মধুপুর উপজেলার চাড়ালজানি এলাকায় মধুপুর প্রতিবন্ধী ও সাহায্য কেন্দ্রে মোবাইল থেরাপি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মধুপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আকতার মাসুদা, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, মোবাইল ক্যাম্পেইনের কনসালটেন্ট ডা. আমালুল করিম,থেরাপি সহকারি আজমেরী আক্তার, টেকনিশিয়ান মনিরুজ্জামান, স্থানীয় নারী কাউন্সিলর মালেকা বেগম, গণমাধ্যম কর্মী ও কবি স্বাধীন আজম, স্থানীয় মাসুম মিয়া প্রমুখ।

মধুপুর প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুসলিমা আক্তার মাসুদা জানান, “বিনামূল্যে ভ্রাম্যমান মোবাইল থেরাপি ভ্যান ক্যাম্পেইনে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অটিজম বিষয়ক সেবা,শ্রবণ ও দৃষ্টি পরীক্ষা, রেফারেল সেবা,কাউন্সিলিং সেবা প্রদান করা হয়।”

তিনি আরো জানান, গত কয়েক বছরে সারা দেশে সেবা প্রদানের দিক থেকে তৃতীয় স্থান অর্জন করেছে মধুপুর। তিনি এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com