ঢাকাসোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি
আজকের সর্বশেষ সবখবর

জায়েদ খানের প্রার্থিতা বাতিল ও নিপুণের পদ স্থগিত করেছে হাইকোর্ট

350
Tanim Tv
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন নিয়ে বিতর্ক থামছেই না। চলছে একের পর এক নাটকীয়তা। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদের প্রার্থিতা বাতিল সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আপিল করেন জায়েদ খান। এই প্রেক্ষিতি জায়েদ খানের প্রার্থিতা বাতিল স্থগিত করেছে হাইকোর্ট। সেই সঙ্গে নিপুণের সাধারণ সম্পাদক পদও  স্থগিত করা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) জায়েদ খানের আইনজীবী নাহিদ সুলতানা যুথি বিষয়টি নিশ্চিত করেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়েছে।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এফডিসিতে জায়েদ খানের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছে আপিল বোর্ড। সেই সংগে নিপুণ আক্তারকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে।

সেই সময় আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, জায়েদের অর্থ প্রদানের অভিযোগ সত্য। এছাড়া পীরজাদা হারুন পক্ষপাতদুষ্ট হয়ে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সাধারণ সম্পাদক পদে বিতর্কিতভাবে জয়ী নিপুণসহ শিল্পী সমিতির নির্বাচিতদের শপথও অনুষ্ঠিত হয়েছে।

সাধারণ সম্পাদক পদে হেরে প্রার্থী নিপুণ আক্তার ভোট কেনার অভিযোগ এনে সাধারণ সম্পাদক জায়েদ খান ও কার্যকরী পরিষদের সদস্য চুন্নুর প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচনের আপিল বোর্ডের কাছে আবেদন করেছিলেন। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান সেই অভিযোগ আমলে নিয়ে দিক-নির্দেশনা চেয়ে বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব বরাবর চিঠি দিয়েছেন। পরে শনিবার সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে জয়ী ঘোষণা করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (২৮ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে শেষ হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন। এবারের নির্বাচনে ১৯১ ভোট পেয়ে সভাপতি পদে বিজয়ী হয়েছেন ইলিয়াস কাঞ্চন। তাঁর প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেয়েছেন ১৪৮ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ১৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন জায়েদ খান। তাঁর প্রতিদ্বন্দ্বী নিপুণ পেয়েছিলেন ১৬৩।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com