উপজেলা প্রশাসন মেহেরপুর সদর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস মেহেরপুর সদর এর যৌথ আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান, সম্মানিত শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃইয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ, মেহেরপুর সদর এর সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লতিফুননেছা লতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, মেহেরপুর সদর জনাব মোঃ আসাদুজ্জামান রিপন।চতুর্থবারের মতো মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় বিএনসিসি প্লাটুন শ্রেষ্ঠ বিএনসিসি ইউনিট ও প্লাটুন কমান্ডার টিইউও মোঃআব্দুস সালাম শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।
প্লাটুন ইনচার্জ ক্যাডেট ল্যান্স কর্পোরাল ফাহিম মুনতাসির নাবিল শ্রেষ্ঠ বিএনসিসি ক্যাডেট মনোনীত হয়েছে।
এছাড়াও মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপ শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও স্কাউট সদস্য আরিয়ান জামান শ্রেষ্ঠ স্কাউট মনোনীত হয়েছে।