বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবের মাঝে দীর্ঘ বন্ধের পর আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ আগস্ট) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা সেখান থেকে ঘুরে আসতে পারবেন।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. আব্দুল লতিফ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার থেকে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে। সেভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, স্বাস্থ্যবিধি মেনেই তারা চিড়িয়াখানায় যাবে
এর আগে দেশজুড়ে মহামারি করোনার দাপট বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ আরোপ করেছিল সরকার। ফলে জনসমাগম এড়াতে সে সময় জাতীয় চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা করা হয়।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com