জুলকার নাইন চাঁপাইনবাবগঞ্জ ::
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে এক স্বর্ণকারের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জে মর্গে প্রেরণ করেছেন।
এলাকাবাসী ও নাচোল থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত্রি সাড়ে নয়টার সময় গোমস্তাপুর উপজেলার চৌডালা পুরাতন বাজারের নিমাই হালদারের ছেলে অতুল হালদার নাচোল উপজেলার হাটবাকইল-বাজারের মন্টু স্বর্ণকারের দোকানে কাজ করছিলেন। হঠাৎ তার শরীর অসুস্থ অনুভব করায় দোকানের পাশে তার ভাড়া বাসায় এগারোটার দিকে চলে যায়।
পরদিন সকালে দোকানের কর্মচারীরা অতুল হালদারকে দোকানে না দেখতে পেয়ে তার বাসা বাড়িতে খোঁজ নিলে গোসলখানার তার লাশ পড়ে থাকতে দেখতে পায়।
পরে নাচোল থানা পুলিশকে খবর দিলে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ও অন্যান্য অফিসারবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল করেন। এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ মর্গে প্রেরণ করেছেন।
এব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে রিপোর্ট আসলে জানা যাবে এটি অস্বাভাবিক মৃত্যু না স্বাভাবিক মৃত্যু। এ ব্যাপারে নাচোল থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com