মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাটে হেরোইনের ও ইয়াবার বিকল্প হিসাবে নেশার কাজে ব্যবহিত ২৫০পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারি দুই ভাই বোন কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুর ২:৪৫ ঘটিকায় ১নং বুলাকীপুর ইউপির দামোদরপুর শৌলা গ্রামের মোঃ মাহফুজ ওরফে মাফুর ছেলে মোঃ রিপন মিয়া ওরফে রিপন কবির(২৭) এবং মেয়ে মোছাঃ নাসরিন আক্তার (২৪) কে অভিযান পরিচালনা করে আটক করা হয়।
পুলিশ জানায়, এসআই হাসেম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শৌলা গ্রামে মাফুর স্ত্রী, ছেলে ও মেয়ে বাড়িতে মাদক সেবনের জন্য টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি করছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করে এবং এসময় হাতেনাতে পুলিশ ২৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট(আনুমানিক মূল্য এক লক্ষ টাকা) সহ ভাই রিপন এবং বোন নাসরিন কে আটক করে।সে সময় তাদের মা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবির,পিপিএম (সেবা) জানান,মাদক দ্রব্য হিসাবে ব্যবহিত ২৫০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট সহ দুই জন কে আটক করা হয়েছে এবং তিন জনের নাম উল্লেখ করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।আটক আসামিকে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এবং অপর আসামিদের কে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি!
তানিম টিভি লি: এর সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে।
আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে
tanimtvltd.news1@gmail.com