ঢাকাসোমবার , ১৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ঘোড়াঘাটে দরিদ্র নারীদের ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

350
তানিম টিভি
সেপ্টেম্বর ১৮, ২০২৩ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র নারীদের জন্য সরকারের  ভিডব্লিউবি (ভালনারেবল উইমেন বেনিফিট) কর্মসূচির ৯৫ বস্তা বা ২৮৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাত ৮ টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের সৌলা দামোদরপুর এলাকার মঞ্জুরুল মিয়ার বাড়ি থেকে এচাল জব্দ করা হয়।

তবে এ ঘটনায় তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা যায়নি।

সরকারের দেওয়া ভিডব্লিউবি কর্মসূচীর চাল ইউনিয়ন পরিষদ থেকে বিতরণের পর জৈনিক মঞ্জুরুল মিয়ার ছেলেসহ ৮ থেকে ১০ জন মিলে ক্রয় করে বাড়িতে মজুদ করে রাখা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান ও অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান সহ ওই বাড়িতে গিয়ে এর সত্যতা পান। পরে চালের বস্তা গুলি জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

স্থানীয় অনেকে এসময় অভিযোগ করেন, এসমস্ত চাল যদিও উপকারভোগী দরিদ্র নারীদেরকে খাওয়ার জন্য সরকার দিয়ে থাকেন। তাদের বেশীরভাগই,চাল পাবার পর  ৩৫-৩৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে সরকারি চাল উপকারভোগী দরিদ্র নারীদেরকে দেওয়া ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা জব্দ করা হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ক্যাপশনঃ দরিদ্র নারীদের ভিডব্লিউবি কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ করা হয়েছে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com