ঢাকাবুধবার , ১১ আগস্ট ২০২১
  1. অনান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ইসলাম
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি
  12. খোলা কলাম
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চাকরি

গ্রিনল্যান্ডে এ বছরও বরফ গলছে অস্বাভাবিক হারে

350
Tanim Tv
আগস্ট ১১, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

আর্কটিক অঞ্চলের বরফে ঢাকা গ্রিনল্যান্ড থেকে প্রচুর পরিমাণ বরফ গলে সমুদ্রে মিশেছে গত জুলাই মাসে। ড্যানিশ গবেষণা ইনস্টিটিউট পোলার পোর্টাল বলছে, ২০২১ সালে এটি সর্বোচ্চ। বিজ্ঞানীরা বলছেন, গ্রিনল্যান্ডের বরফ গলে এতো পরিমাণ পানি সমুদ্রে মিশেছে যে, এই পানি দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পুরোটাই ঢেকে ফেলা যাবে পুরো ২ ইঞ্চি পর্যন্ত।

১৯৫০ সাল থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো একদিনে এত বেশি বরফ গলেছে গ্রিনল্যান্ডে। অন্য আরও দুটি রেকর্ড বলছে, এর আগে ২০১২ আর ২০১৯ সালে এতো বেশি পরিমাণে বরফ গলে যায় পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপটি থেকে।

এতো পরিমাণে বরফ গলার কারণ হিসেবে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ুর নেতিবাচক প্রভাবের কারণে এমনটা ঘটছে। এটি আশঙ্কা আরও দিন দিন বাড়াচ্ছে। বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানান, একদিনে ২ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। এরমধ্যে ১ হাজার ২০০ টন বরফ গলে পানি হয়ে সমুদ্রে মিশে গেছে। বাকি ১ হাজার টন বরফ অন্য হিমশৈলের সাথে মিশে আবারও বরফে পরিণত হয়েছে।

ড্যানিশ আর্কটিক গবেষণা সংস্থা পোলার পোর্টালের একদল গবেষক বরফ গলার বিষয়টিকে ‘ম্যাসিভ মেল্টিং ইভেন্ট’ বলে অভিহিত করেছেন। অন্যদিকে, লরেন অ্যান্ড্রুজ নামে নাসার এক বিজ্ঞানী বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলার বিষয়টি দিন দিন সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে।

গ্রিনল্যান্ডে তাপমাত্রা বেড়ে বরফ গলা শুরু হয়েছে গত ২৮ জুলাই থেকে। আকাশ পরিষ্কার থাকায় অতিরিক্ত সূর্যরশ্মি প্রবেশ করে বরফ গলে পানি হয়ে যাচ্ছে। সম্প্রতি গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক বলছেন বিজ্ঞানীরা। চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত দৈনিক ৯০০ কোটি টন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড, গ্রীষ্মমৌসুমে কখনও এত বরফ গলেনি অঞ্চলটিতে।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক জানান, যেহেতু উষ্ণায়নের কারণে গ্রিনল্যান্ড আর আর্কটিক অঞ্চলের উপরিভাগের বরফ গলে যাচ্ছে, বের হয়ে আসছে অন্ধকারে থাকা বরফের স্তর। এই বরফের ঘনত্ব বেশি থাকায় এ স্তর সূর্যের আলো ধরে রেখে পৃথিবীকে আরও উষ্ণ করছে, যেখানে উপরের বরফের স্তর সূর্যের আলো প্রতিফলিত করে মহাকাশে পাঠিয়ে দেয়।

পৃথিবীর অন্য যেকোনো অঞ্চলের তুলনায় আর্কটিক অঞ্চলের তাপমাত্রা দ্রুত বাড়ছে। হিমশৈল মিশে আর্কটিক সাগরের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। অথচ এ অঞ্চল বছরের অর্ধেক সময় বরফের অঞ্চল হয়ে থাকার কথা। বরফ গলায় অন্ধকারে থাকা বরফ বেরিয়ে, ধরে রাখছে সূর্যের অতিবেগুনি রশ্মি। সম্প্রতি গ্রিনল্যান্ডের পূর্বাঞ্চলের তাপমাত্রা বেড়ে যায় ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা উদ্বেগজনক বলছেন বিজ্ঞানীরা। চলতি বছর জুলাই থেকে এখন পর্যন্ত দৈনিক ৯০০ কোটি টন বরফ হারিয়েছে গ্রিনল্যান্ড, গ্রীষ্মমৌসুমে কখনও এত বরফ গলেনি এ অঞ্চলে।

এ দ্বীপের মোট বাসিন্দা ৫৭ হাজার। গ্রিনল্যান্ড আর অ্যান্টার্কটিকায় পৃথিবীর বিশুদ্ধ পানির ৯৯ শতাংশ মজুত আছে। ১৯৯৪ সাল থেকে এখন পর্যন্ত এই দুই অঞ্চল ৭ ট্রিলিয়ন টন বরফ হারিয়েছে। গবেষণা বলছে, গেল কয়েক দশকে সারাবিশ্বে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা অন্তত ২৫ শতাংশ বেড়েছে শুধু গ্রিনল্যান্ড আর পৃথিবীর দক্ষিণ মেরুর বরফ অঞ্চল অ্যান্টার্কটিকা মহাদেশের হিমশৈল গলে যাওয়ার কারণে।

সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি! তানিম টিভি লি:  এর  সংবাদ সংগ্রহ করার জন্য দেশের কিছু (জেলা ব্যতীত) সকল জেলা-উপজেলা পর্যায়ে কর্মঠ, সৎ ও সাহসী কিছু পুরুষ ও মহিলা সংবাদদাতা/প্রতিনিধি নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ই-মেইলে tanimtvltd.news1@gmail.com