গাজীপুর প্রতিনিধি:গাজীপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির এক কোটি সাত লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নাটমন্দিরে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন। জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস.এম আনোয়ারুল কবির, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবু, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক এটিএম তৌহিদুজ্জামান প্রমুখ।
ক্যান্সারে- ১০৯, কিডনিতে- ৩৮, লিভার সিরোসিসে- ৩, স্টোকে প্যারালাইজড-এ ৩৯, জন্মগত হৃদরোগী-১৩ ও থ্যালাসেমিয়া ১২ জনসহ ২১৪ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট এক কোটি সাত লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।