পার্বত্য অঞ্চলের একমাত্র চিকিৎসা সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল। হাসপাতালে কম্প্রেহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজনে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্ঠিয়ান হাসপাতালে কোভিড -১৯ মহামারিতে গৃহীত কর্মসূচি বিষয়ক অবহিতি করন সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৮ আগস্ট) অনুষ্ঠানটি হাসপাতাল পরিচালক ডা. প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এবং প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। কোভিড -১৯ অতিমারি গৃহীত কর্মসূচি উদ্বোধন করেন, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
অবহিতকরন সভায় বক্তব্য রাখেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি নজরুল ইসলাম লাভলু, সাধারন সম্পাদক ঝুলন দত্ত, সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন আফতাব, অর্থ সম্পাদক জগলুল হুদা, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বির্দশন বড়ুয়া, কাপ্তাই উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান।